বাংলাদেশ থেকে ওষুধসামগ্রী ও জাহাজ আমদানি করতে এস্তোনিয়ার আগ্রহের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসুলা। শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দীকী তার সাথে সাক্ষাৎকালে এ আগ্রহের কতা জানান তিনি।
আজ শনিবার পিআইডির এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘এস্তোনিয়ার চাহিদা অনুযায়ী বাংলাদেশ যেকোনো পরিমাণের ওষুধসামগ্রী ও জাহাজ রফতানির ব্যাপারে প্রস্তুত বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ও উন্নত জাহাজের বিশ্বব্যাপী চাহিদার কথা তিনি এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে এস্তোনিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।’
এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে এস্তোনিয়ার সমর্থন কামনা করলে সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে প্রস্তাবিত নিয়মিত কূটনৈতিক সংলাপ অনুষ্ঠানের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ