৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২৪

জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি ১০৮২ মিলিয়ন ডলার : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি ১০৮২ মিলিয়ন ডলার : সংসদে পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২০২১-২০২২ অর্থ-বছরে বাংলাদেশ জাপানে ১৩৫৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। যা (২০২০-২০২১) অর্থ-বছরের তুলনায় ১৪.৪ শতাংশ প্রবৃদ্ধি)। যেখানে বাংলাদেশ একই অর্থ-বছরে জাপান থকে ২৪৩৫ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে (২০২০-২০২১ অর্থ-বছরের তুলনায় ২১.৭ শতাংশ প্রবৃদ্ধি)। অর্থাৎ উক্ত বছরে জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ১০৮২ মিলিয়ন মার্কিন ডলার। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের বৃহস্পতিবারের বৈঠকে সরকারি দলের এমপি এম. আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, স্বাধীনতার পর থেকে জাপান অদ্যাবধি বাংলাদেশকে ২৮ বিলিয়ন ডলারের অধিক উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, ইতোমধ্যে প্রায় ১৮ বিলিয়ন ডলারের অধিক অর্থ ছাড় করেছে। অধিকন্তু, জাপান আমাদের ১১তম বৃহত্তম রপ্তানির গন্তব্যস্থল এবং এশিয়াতে ২য় রপ্তানির গন্তব্যস্থল, ৭ম বৃহত্তম আমদানির উৎস। 

তিনি জানান, জাপান বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও বাণিজ্য অংশীদার। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সন্তোষজনক ও ক্রমবধর্মান। 

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, যদিও দুটি দেশের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বাড়ানোর আরো সুযোগ রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর