মানব পাচার প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারী পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১১) আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্য অংশ নেন।
শনিবার ও রবিবার অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার শিরোনাম ছিল ‘ট্রেনিং অন হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন অ্যান্ড সুপারভিশন ফর এপিবিএন-১১ অফিসার’। এপিবিএন-১১ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শাহীনা আমীনের নির্দেশনায় ও সহ-অধিনায়ক পুলিশ সুপার রহিমা আক্তার লাকীর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এপিবিএন-১১ সূত্রে জানা গেছে, সিআইডির মানব পাচার ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আখতারুজ্জামান এবং জাসটিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি চিফ তারিকুল ইসলামের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
ইতোমধ্যে এপিবিএন-১১ এ একটি মানব পাচার প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। ওই সেলের মাধ্যমে বিভিন্ন পোশাক কারখানায় মানব পাচার প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্তে লিফলেট বিতরণসহ এ সংক্রান্তে অভিযোগ গ্রহণের জন্য এপিবিএন-১১ এ ডিউটি অফিসারসহ সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ