মহান স্বাধীনতা দিবসে জাকের পার্টি দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে দলীয় কার্যালয়ে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি বের করা হবে।
জাকের পার্টির প্রেস উইংয়ের চিফ কো-অর্ডিনেটর শামীম হায়দার জানান, সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকালে কেন্দ্রীয়ভাবে র্যালি সহকারে পুস্পস্তবক অর্পণ করবে জাকের পার্টি।
শহীদানদের রূহের মাগফিরাত কামনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণ, শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিকালে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ