২৭ মার্চ, ২০২৩ ১২:৪৩
মহাখালী সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ড

ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা ডিএনসিসি মেয়রের

অনলাইন ডেস্ক

ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা ডিএনসিসি মেয়রের

মহাখালীর সাত তলা বস্তিতে আগুণ নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালী সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫০০০ টাকা (পাচঁ হাজার টাকা) করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। 

আজ সোমবার আনুমানিক সকাল পৌনে সাতটার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পাওয়ার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিন-শেডের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি।

অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র মোঃ আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০০ টাকা (পাচঁ হাজার টাকা) করে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশও দেন তিনি। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর