বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা খুব পরিষ্কার করে লক্ষ্য করছি, এই সরকার অত্যন্ত পরিকল্পিভাবে এই দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। বিনা উসকানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে, আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে চায়।’
আজ রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মহিলা দলের উদ্যোগে আয়োজিত ‘নওগাঁয় সুলতানা জেসমিনকে হত্যার প্রতিবাদে’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেসব কর্মসূচি দিয়েছি তার সবগুলোই শান্তিপূর্ণ। সবগুলোই গণতান্ত্রিক কর্মসূচি। সরকার বারবার সংবিধানের কথা বলে। সেই সংবিধানে তো পরিষ্কার বলা আছে- আমাকে কথা বলার অধিকার দিতে হবে। প্রতিবাদ করার অধিকার দিতে হবে। সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না? সরকার কি রাষ্ট্র? সরকার কি গড? সরকার তো গড নয়। যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে অবশ্যই আমার কথা বলব। আপনি তাতে এমমত নাও হতে পারেন।’
তিনি বলেন, ‘গণতন্ত্রে বলা আছে- আমি তোমার সঙ্গে একমত নাও হতে পারি, তবুও তোমার মতপ্রকাশের স্বাধীনতাকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। এটাই গণতন্ত্র। আর তাদের কাছে গণতন্ত্র হচ্ছে- একমাত্র আমিই কথা বলব। তাদের কথামতোই চলতে হবে। কৃতদাস হয়ে থাকতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ তো সেটা হতে দেবে না।’
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় এতে আরও বক্তব্য তেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সাবেক এমপি শাম্মী আক্তার, মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব শাহিনুর নার্গিস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়েবা ইউসুফসহ অনেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ