বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব পড়তে শুরু করেছে পিরোজপুরে। এখানে একটা গুমোট আবহাওয়া বিরাজ করছে। এদিকে সময় যতো ঘনিয়ে আসছে ততই উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে উপকুলীয় জেলা পিরোজপুরের নদীপাড়ের ৫ লক্ষাধিক মানুষের মধ্যে।
‘মোখা’র কারণে পিরোজপুরসহ তার দ্বীপ অঞ্চলকে আবহাওয়া অধিদপ্তর থেকে ৮ নম্বর মহা বিপত সংকেত দেখাতে বলা হয়েছে। এ দিয়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় মোখার মোকাবেলায় পিরোজপুর জেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জেলার ৭টি উপজেলায় ৪০৭ টি প্রস্তত রয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পিরোজপুরের ৭ টি উপজেলায় একটি করে এবং জেলা সদরে একটি মোট ৮টি কন্ট্রোলরুম খোলা হয়েছে। ৭টি উপজেলাতে ৬৩টি মেডিকেল টিম প্রস্তত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ পরবর্তী সময়ে জরুরী ভিত্তিতে সেবা দেয়ার জন্য সিপিবির ১৭০০ সদস্য ও স্কাউট এর ৩৫০ জন সদস্য প্রস্তত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল