জামিনে কারা মুক্ত বিএনপির কেন্দ্রীয় (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বুধবার সন্ধা ৬টার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন আব্দুস সালাম আজাদ। এ সময় বাইরে যুবদল নেতা সোহেল আহমেদ, কামরুজ্জামানসহ কারাফটকে অপেক্ষমান নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
এর আগে গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ চলাকালে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশের হামলায় আহত হন তিনি। পরে মামলায় জামিন পেলেও তাকে কারাফটকে আবার গ্রেফতার দেখায় পুলিশ। অবশেষে বুধবার তিনি জামিনে মুক্তি পেলেন।
বিডি-প্রতিদিন/বাজিত