সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে গণমিছিলটি শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে গণমিছিলে যোগ দিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা। রাজধানীর বাড্ডা এলাকার সুবাস্তু টাওয়ার থেকে বিএনপির গণমিছিল শুরু হয়ে তা আবুল হোটেল পর্যন্ত অনুষ্ঠিত হবে। মিছিলটির নেতৃত্বে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে কমলাপুর টিটিপাড়া স্টেডিয়াম থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়। এটি রাজধানীর মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে শেষ হবে। দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গণমিছিলে নেতাকর্মীদের বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নিতে দেখা যায়। এ সময় তাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা, দক্ষিণ বিএনপির নেতারা, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। জুম্মার নামাজের পর থেকেই মিছিল শুরুর স্থানে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় মিছিলটি বিএনপির কর্মীদের বিভিন্ন স্লোগানে সরব হয়ে উঠে।
মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত