বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের মাঝে দুটি বিভক্তি এনেছে সরকার। হয় তুমি আওয়ামী লীগ, না হলে বিএনপি। সবখানে বিভেদ তৈরি করেছ আওয়ামী লীগ। সামাজিক অনুষ্ঠানেও তারা একই অবস্থা সৃষ্টি করেছে।
শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের প্রতিনিধি সভায় এ কথা বলেন।
তিনি বলেন, দেশে রাজনৈতিক বিভক্তি তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াসে একটি পরিবার ছাড়া কেউই রাজনীতি করতে পারবে না বলে পরিস্থিতি এমনভাবে তৈরি করেছে আওয়ামী লীগ।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলও বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই বিএনপির আন্দোলনে চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন