দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধীদের আস্ফালন রুখতে হবে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা আবার সক্রিয় হতে চায়। আর এই পরাজিত শক্তিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়।
তিনি বলেন, স্বাধীনতা পক্ষের শক্তি, দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। প্রয়োজনে আবারও যুদ্ধ করবো। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি।
আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে নৌকার বিজয়কে ছিনিয়ে আনতে হবে। একাত্তরের পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একাত্তরের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে এবং স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির নেতৃত্বে রয়েছে বিএনপি। বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করা হবে, কালো হাত ভেঙে দেয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযোদ্ধা ও সন্তানদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্মার্ট প্যানেলের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের এক বিশাল শোক মিছিল বের করা হয়। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। স্মার্ট প্যানেলের মহাসচিব (প্রশাসন) প্রার্থী সফিকুল বাহার মজুমদার টিপুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন খান রেজিস্ট্রেশন সার্ভিসের মহাসচিব আবদুল করিম সরকার, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, কায়কোবাদ। সন্তান সংগঠনের পক্ষ থেকে সভাপতি হুমায়ুন কবির, কমিশনার জাহিদুল ইসলাম মোল্লা অ্যাডভোকেট সাইফুল বাহার, মা. সোলাইমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত