আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন সমঝোতা হবে না জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, ‘কে নির্বাচনে আসলো, কে আসলো না সেটা বড় কথা নয়। নির্বাচন সময়মতো সংবিধান অনুযায়ী হবে।’
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কথা নাকচ করে দিয়ে কামরুল ইসলাম আরও বলেন, ‘আলোচনা-সমঝোতার প্রশ্নই আসে না।’
সবাইকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে আমাদের আবার ক্ষমতায় আসতে হবে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।’
বিডি-প্রতিদিন/শফিক