বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয় তখন তারা আর পিছপা হয় না। স্বাধীনতা যুদ্ধে পিছপা হয়নি, ভাষা আন্দোলনের পিছপা হয়নি। যে বারেই সিদ্ধান্ত নিয়েছে, সে বারেই তার প্রতিপক্ষ পরাজিত হয়েছে।’
শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আমীর খসরু বলেন, ‘দেয়ালের লিখন পড়তে শিখুন। দেখুন কী লেখা আছে? সিদ্ধান্ত নেন। জনগণের প্রতিপক্ষ হয়ে অবস্থান নিবেন না। আর নিলে সে দায় আপনাদের ওপরে বর্তাবে।’
কালো পতাকা মিছিলটি শ্যামলী লিংক রোড থেকে বিকাল সাড়ে ৪টায় শুরু হয়। মিছিলটি মোহাম্মদপুর শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা এজেডএম জাহিদ হোসেন, জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, সদস্য এবিএম এ রাজ্জাক, মহানগর উত্তর বিএনপির দক্ষিণখান থানার আহ্বায়ক মোতালেব হোসেন রতন, কাফরুল থানার যুগ্ম আহ্বায়ক আকরামুল হক ও সাব্বির দেওয়ান জনি, মিরপুর থানা বিএনপির আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, সারোয়ার হোসেন সাকিফ, এম এস আহমাদ আলী ও মিজানুর রহমান ইসহাক, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, ভাটারা থানার যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া,পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন হাওলাদার, মোহাম্মদপুরথানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ