১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে লেখা মিশরীয় লেখক মোহসেন আল আরিশির উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। আরবি ভাষায় আরিশির লেখা উপন্যাসটির বাংলার নাম দেওয়া হয়েছে- ‘সেদিন তারা চাঁদ হত্যা করেছিল’।
বুধবার সন্ধ্যায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপন্যাসের লেখক মোহসেন আল আরিশিও উপস্থিত ছিলেন।
গত জুলাইয়ে মিশরীয় এই লেখকের উপন্যাসটি কায়রোতে প্রকাশিত হয়। এবার উপন্যাসটির বাংলায় অনুবাদ আকারে প্রকাশিত হলো ঢাকায়। প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। এটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের জনগণকে।
বুধবার উপন্যাসটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোছা. আকতারুন নেছা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হাদী।
আরবিতে লেখা উপন্যাসটির বাংলায় অনুবাদ করেছেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের উপপরিচালক অধ্যাপক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, (এম এ, আরবি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়), মোহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ফরিদপুর পোস্টাল বিভাগ (এমএস ইন আইআর ও ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সিনিয়র সহকারী সচিব মো. জাহাঙ্গীর আলম (এম এস এস, সমাজবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের মৃত্যুঞ্জয় দে সজল, মুশফিকুর রহমান, নাহিদ ইসলাম, সবুজ হাওলাদার, নাজমুল হাসান, ফয়সাল আহমেদ, মীর মাসুদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল