মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি জানিয়েছেন, এমআরটি পুলিশ কেবল স্টেশনের ভতরে দায়িত্ব পালন করবে এবং প্রতি স্টেশনে ৯ জন করে সদস্য নিয়োজিত থাকবেন।
শনিবার বেলা ১১টায় আগারগাঁও স্টেশন পরিদর্শন শেষে মেট্রোরেলে করে উত্তরা উত্তর স্টেশনে যান ডিএমপি কমিশনার। সেখানে পৌঁছে গণমাধ্যমে ব্রিফ করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির ৫৩৭ জন কাজ শুরু করেছে। প্রতি স্টেশনে থাকবে ৯ জন করে।
বিভিন্ন ইস্যুতে গুজবের বিরুদ্ধে ডিএমপি সতর্ক আছে বলেও জানান হাবিবুর রহমান। গুজব মোকাবিলায় গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন