১১ নভেম্বর, ২০২৩ ২১:৩৭

অবরোধের আওতামুক্ত থাকবে শ্যামাপূজার অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

অবরোধের আওতামুক্ত থাকবে শ্যামাপূজার অনুষ্ঠান

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে কী কী আওতামুক্ত থাকবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। 

আজ শনিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে,

(ক) আগামীকাল রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(খ) গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(গ) অ্যাম্বুলেন্স চলাচল শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

(ঘ) অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

রবিবার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এ অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর