ঝিনাইদহর শৈলকূপা থানা ও হরিণাকুণ্ড থানার ওসির নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
অশোক কুমার দেবনাথ বলেন, নির্লিপ্ততার অভিযোগ ও দায়িত্ব অবহেলার প্রমাণিত হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তাদের একজন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানা এবং আপরজন হরিনাকুন্ড থানা দায়িত্বরত ছিলেন।
এসময় তিনি স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা দিলে কঠোর হবে নির্বাচন কমিশন সতর্ক করেন সবাইকে।
বিডি-প্রতিদিন/শফিক