ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সচিবালয়ে ফ্লাইওভারগুলো উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় মন্ত্রী বলেন, গাড়ির চাপ আছে তবে ঈদে যানজট হবে না। ঘরমুখো যাত্রীদের জন্য ঈদ উপহার হিসেবে ফ্লাইওভার খুলো দেওয়া হলো।
তিনি বলেন, গত ঈদেও কোনো যানজট হয়নি। এবারও হবে না। এর আগে, গাজীপুরে সাতটা ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বলেও জানান মন্ত্রী।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ