বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তাদের পরিবারের সদস্যরা।
বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ বিভিন্ন দাবিতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ বিভিন্ন দাবিতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। এসময় বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন তারা।
সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন এ সমাবেশে অংশ নেন।
বিডি প্রতিদিন/আরাফাত