যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গাড়িযোগে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা।
পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে সরাসরি হাসপাতালে নিয়ে যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে মা খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। গাড়িটি নিজেই চালাচ্ছেন তিনি।
গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
জানা গেছে, ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম। এছাড়া, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের ছয়জন সদস্যও সফরসঙ্গী হয়েছেন।
বিডি প্রতিদিন/কেএ