বিএনপি চেয়ারপারসন ও ১৮-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগরি এ উইলকক। গতকাল রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনসহ সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়।
তারেক রহমানকে ফাঁসাতেই দুদকের আপিল : নির্দোষ হওয়া মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে ফাঁসাতেই দুর্নীতি দমন কমিশন (দুদক) উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবার আপিল করেছে বলে অভিযোগ বিএনপির। গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, দুদক রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে। যেখানে নিম্ন আদালত তারেক রহমানকে নির্দোষ হিসেবে রায় দিয়েছেন, সেখানে দুদক উচ্চ আদালতে আপিল করেছে। দুদকের এ আপিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, যুবদলের সহসভাপতি মোরতাজুল করীম বাদরু প্রমুখ। তিনি বলেন, দেশে কোনো বিরোধী দল নেই। কার্যত সরকার অবৈধ পন্থায় বিরোধী দল সৃষ্টির পাঁয়তারা করছে। আর যাদের বিরোধী দল বলা হচ্ছে তারা মূলত নির্বাচনেই অংশগ্রহণ করেননি।
দশম জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, সেই মন্ত্রিপরিষদ অবৈধ। দেশের জনগণ নতুন এ মন্ত্রিপরিষদের বৈধতা দেয়নি।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে তার খেসারত তাদের পাঁচ বছর ধরে দিতে হবে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার এ বক্তব্য প্রমাণ করে তিনি অনির্বাচিত, আর অনির্বাচিত সংদের নিয়েই চলতে চান। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যে নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি সেই নির্বাচনে গঠিত সরকার আর যাই হোক তা কোনোক্রমেই জনগণের সরকার হতে পারে না। এটি প্রধানমন্ত্রী প্রকাশ্যে না বললেও এ সত্য নিশ্চয়ই উপলব্ধি করেন। বরং শাসক দলকেই এ জন্য ভবিষ্যতে রাজনৈতিকভাবে খেসারত দিতে হবে।
শিরোনাম
- করলার তেতো ভাব কমানোর কৌশল
- সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
- জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান আলী রীয়াজের
- ৩ বছর বয়সেই মোবাইল-ট্যাব হাতে পাচ্ছে আবুধাবির শিশুরা
- সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
- ২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, আবহাওয়া অফিসের সতর্কতা
- ট্রাম্পকে বিলাসবহুল জেট ‘উপহার’ দিচ্ছে কাতার? ঘনীভূত হচ্ছে বিতর্ক
- জুলাই গণহত্যা মামলা : হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
- দুই গোলে এগিয়েও জয় পেল না চ্যাম্পিয়ন লিভারপুল
- আইপিএল বাতিল হলে হাজার হাজার কোটি রুপি লোকসান
- ‘যুদ্ধবিরতির অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে’
- ‘সংঘাতের কৌশল’ না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুঁশিয়ারি
- জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিল শুনানি মঙ্গলবার
- রিয়ালের হতাশার রাতে তিন দশকের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
- শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে উচ্ছ্বসিত ইয়ামাল
- ‘ভীতিকর’ গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন জেডি ভ্যান্সের, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
খালেদার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর