পুরোপুরি প্রস্তুত টঙ্গীর ইজতেমা ময়দান। তুরাগ নদের তীরে আগামী ২৪ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন-৪৯তম বিশ্ব ইজতেমা। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় মহাসম্মেলন ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এরপর চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় এবং এবারের শেষ আয়োজন। এবারও আগত মুসলি্লরা জেলাওয়ারি নির্দিষ্ট ৩২ খিত্তায় অবস্থান করবেন। প্রতি বছরের মতো এবারও উর্দু ও হিন্দি ভাষায় বয়ান করবেন আলেমরা। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা ও আরবি ভাষায় তরজমা করা হবে। ১৬০ একর জমির ওপর বিস্তৃত ময়দানের উত্তর-পশ্চিমে তৈরি করা হয়েছে বয়ান মঞ্চ। পশ্চিম প্রান্তে তৈরি করা হয়েছে বিদেশি মেহমানদের থাকার ঘর। আগত মুসলি্লদের নদী পারাপারে সেনাবাহিনীর সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৮টি ভাসমান অস্থায়ী ব্রিজ স্থাপনের কাজ শেষ করেছেন।
নিরাপত্তার চাদরে ময়দান : এবার তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে পুরো ইজতেমা ময়দান। গাজীপুর জেলার পুলিশ সুপার আবদুল বাতেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় ৫টি সেক্টরে বিভক্ত হয়ে ১২ হাজার পুলিশ ও র্যাব সদস্য পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তার কাজ করবে। এ ছাড়া পুলিশ ও র্যাবের অর্ধশত সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মাঠের সার্বিক নিরাপত্তা মনিটরিং করা হবে। পাশাপাশি বাইনোকুলার, মেটাল ডিটেক্টর, কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠের বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের ১৪টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবারও ইজতেমা মাঠের গুরুত্বপূর্ণ স্থানে থাকছে সিসি টিভি, ওয়াচ টাওয়ার, নৌটহল, চেকপোস্ট ও বোম্ব স্কোয়াড। দুই পর্বের ইজতেমার ৬ দিন র্যাবের হেলিকপ্টারও টহল দেবে। খিত্তায় খিত্তায় সাদা পোশাকে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা অবস্থান করবে। থাকবে র্যাবের পেট্রোল ডিউটি। কন্ট্রোল রুম থেকে সিসি টিভির মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনীয় সরঞ্জামসহ ফায়ার সার্ভিসের একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।
পানি, বিদ্যুৎ ও যাতায়াতের ব্যবস্থা : ইজতেমার মুসলি্লদের অজু ও গোসলের হাউস এবং টয়লেটসহ প্রয়োজনীয় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এ ছাড়াও নতুন তিনটিসহ ৫টি বহুতল পাকা দালানে প্রায় ৪ হাজার টয়লেট নির্মাণ করা রয়েছে। ইজতেমা এলাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরা, টঙ্গী সুপার গ্রিড ও টঙ্গী নিউ গ্রিডকে মূল কেন্দ্র থেকে ১৩২ কেভি বিদ্যুৎ সোর্স হিসেবে ব্যবস্থা রাখা হয়েছে। কোনো একটি গ্রিড অকেজো হলেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বিঘি্নত হবে না। এ ছাড়া ইজতেমার চারপাশে ৪টি স্ট্যান্ডবাই জেনারেটর এবং ৫টি ট্রলি-মাউন্টেড ট্রান্সফরমারও রাখা হবে। ইজতেমা ময়দানে আগত মুসলি্লদের সুবিধার্থে আগামীকাল থেকে ঢাকামুখী সব আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন টঙ্গী স্টেশনে থামবে। এ ছাড়া আখাউড়া থেকে টঙ্গী পর্যন্ত দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন বিশেষ ব্যবস্থায় ২১টি ট্রেন চলবে। মুসলি্লদের বিনামূল্যে চিকিৎসা দিতে মন্নু গেট, এটলাস গেট, বাটা কারাখানার গেট ও টঙ্গী হাসপাতাল মাঠসহ ৬টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবার হৃদরোগ, অ্যাজমা, ট্রমা, বার্ন, চক্ষু এবং ওআরটি কর্নারসহ বিভিন্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকরা ২৪ ঘণ্টা চিকিৎসা দেবেন। রোগীদের হাসপাতালে নিতে সার্বক্ষণিক ১৪টি অ্যামু্বলেন্স থাকবে।
শিরোনাম
- সহজ কৌশলে দীর্ঘক্ষণ থাকবে ফোনের চার্জ
- করলার তেতো ভাব কমানোর কৌশল
- সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
- জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান আলী রীয়াজের
- ৩ বছর বয়সেই মোবাইল-ট্যাব হাতে পাচ্ছে আবুধাবির শিশুরা
- সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
- ২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, আবহাওয়া অফিসের সতর্কতা
- ট্রাম্পকে বিলাসবহুল জেট ‘উপহার’ দিচ্ছে কাতার? ঘনীভূত হচ্ছে বিতর্ক
- জুলাই গণহত্যা মামলা : হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
- দুই গোলে এগিয়েও জয় পেল না চ্যাম্পিয়ন লিভারপুল
- আইপিএল বাতিল হলে হাজার হাজার কোটি রুপি লোকসান
- ‘যুদ্ধবিরতির অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে’
- ‘সংঘাতের কৌশল’ না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুঁশিয়ারি
- জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিল শুনানি মঙ্গলবার
- রিয়ালের হতাশার রাতে তিন দশকের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
- শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে উচ্ছ্বসিত ইয়ামাল
- ‘ভীতিকর’ গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন জেডি ভ্যান্সের, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
শুক্রবার বিশ্ব ইজতেমা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর