শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

শিকাগোয় ‘জিয়াউর রহমান ওয়ে’ নিয়ে আওয়ামী লীগে ক্ষোভ

যুক্তরাষ্ট্রের শিকাগো সিটির একটি সড়কের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ২৮ মে সিটি কাউন্সিল সভার সিদ্ধান্তে শিকাগো সিটির বাংলাদেশি অধ্যুষিত নর্থ ক্লার্ক অ্যাভিনিউর ওয়েস্ট প্র্যাট বুলেভার্ডের ৬৮০০ এন ক্লার্ক থেকে ওয়েস্ট আলবিয়নের ৬৬০০ এন ক্লার্ক পর্যন্ত সড়কের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করা হয়। ১৪ সেপ্টেম্বর এর নামফলক উন্মোচন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইলিনয় অঙ্গরাজ্যের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। খবর  এনআরবি নিউজের। এ সংবাদ জানার পর শিকাগো প্রবাসী আওয়ামী পরিবারে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, মিশিগান আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগেও। এসব সংগঠনের পক্ষ থেকে শিকাগো সিটি কর্তৃপক্ষ বরাবর ইমেইল পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘জিয়াউর রহমান বাংলাদেশের জাতির জনক হত্যার সঙ্গে জড়িতদের অন্যতম। কর্নেল তাহেরসহ অসংখ্য নিরীহ সামরিক অফিসারকে হত্যার জন্যও তিনি দায়ী। এমন ব্যক্তিকে সম্মানিত করা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী।’

সর্বশেষ খবর