শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

গ্রেফতার সামিউনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ

জঙ্গি তৎপরতার অভিযোগে আটক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ইবনে হামদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের হেড কন্সুলার সার্ভিস হাসিনা রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তিনি গতকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত হামদানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারের কক্ষে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আরিফুর রহমান। এদিকে সামিউন নিজেকে নির্দোষ দাবি করেছে। বলেছেন, তিনি আইএসের সঙ্গে জড়িত নন।
তার বিরুদ্ধে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগও করেছে সে। আটকের পর সামিউন রহমান ইবনে হামদানের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। এরপরই তাকে আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত সামিউন পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
 

সর্বশেষ খবর