সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বাণিজ্যমন্ত্রী তোফায়েল জার্মানিতে

তৈরি পোশাক সম্পর্কিত উচ্চপর্যায়ের সভায় যোগ দিতে জার্মানি গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। পবিত্র ওমরা হজ পালন শেষে ২৯ আগস্ট দেশে ফিরবেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বার্লিনে তৈরি পোশাকের প্রোডাকশন চেইনের কমপ্লায়েন্স প্রতিপালনের বিষয়ে আলোচনার জন্য এ সভা চার দিনব্যাপী চলবে। দেশটির দি ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং জার্মান সোশ্যাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স যৌথভাবে এ সভার আয়োজন করেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সাপ্লাই চেইন নিশ্চিত করার লক্ষ্যে গত বছরের ৯ ডিসেম্বর জার্মানির সঙ্গে বাংলাদেশের একটি এমওইউ সই হয়। সভায় এই এমওইউ অনুযায়ী কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে। এতে দেশি-বিদেশি প্রতিনিধিসহ বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরাও অংশ নিচ্ছেন।

 

সর্বশেষ খবর