বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টেক্সাসে আটক ৪৮ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন  

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো ডিটেনশন সেন্টারে অনশন করা ৪৮ জন বাংলাদেশিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হচ্ছে। প্রায় ছয় মাস আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে টেক্সাসের সীমান্ত পুলিশ ওই বাংলাদেশিদের আটক করে।

এসাইলামের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্ত থাকার শর্তে তাদের মুক্তির সিদ্ধান্ত হয়েছে। ১৫৬ ঘণ্টা পর তাদের ফলের রস পান করিয়ে অনশন কর্মসূচির অবসান ঘটান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) শামসুল আলম চৌধুরী। তিনি জানান, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ দেন-দরবারের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ দূতাবাস সব বন্দীর জন্য পাসপোর্ট ইস্যু করবে।  প্রত্যেক বন্দীর মুক্তির জন্য একজন করে স্পন্সর লাগবে অর্থাৎ যে কোনো স্থায়ী বাসিন্দার মুচলেকা লাগবে, তা ইতিমধ্যেই পাওয়া গেছে বলেও জানান শামসুল আলম চৌধুরী। ওই ৪৮ জন সুস্থ কিনা সেটি পরীক্ষার পরই মুক্তি দেওয়া হবে। আগামীকাল থেকেই মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শামসুল আলম চৌধুরী বলেন, এক মাসের মধ্যে ওই বাংলাদেশিদের দেশে ফিরে যেতে হবে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর