দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশে খাদ্য ঘাটতি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। গতকাল দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন। নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস লস্কর।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দক্ষিণ-পশ্চিমাঞ্চল কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষক সংগঠনের মাঝে বিনামূল্যে ৯টি পাওয়ার টিলার বিতরণ করেন। পরে তিনি ১১ লাখ টাকা ব্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        