বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

পূর্ণ সচিব হলেন ছয় কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ছয়জন ভারপ্রাপ্ত সচিবকে ভারমুক্ত করে পূর্ণ সচিব করেছে সরকার। এই ছয় সচিবের পদোন্নতির বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব এন এম জিয়াউল আলম ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব মো. নূরন্নবী তালুকদার এবং বিসিএস প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত রেক্টরের দায়িত্বে থাকা মুহাম্মদ আবদুল্লাহ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি পাওয়া এই ছয় সচিবকে তাদের নিজ নিজ দফতরেই পদায়ন করা হয়েছে।

সর্বশেষ খবর