সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বাড়ির রাস্তা দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার কোর্ট হাউস স্ট্রিট এলাকায় রাজউকের নির্দেশনা না মেনে অবৈধ স্থাপনা ও দোকান ঘর নির্মাণ করে বাড়ির রাস্তা দখল করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আনিসুল বারী রাজু, তার মেয়ে তানজিন বারী, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মোহাম্মদ আকবর বাবলা ও মোস্তাফিজুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুল বারী রাজু বলেন, ঢাকা আইনজীবী সমিতির নামে একটি স্বার্থান্বেষী মহল অবৈধ স্থাপনা ও দোকান নির্মাণ করে বাড়ির রাস্তা দখলের পাঁয়তারা করছে। তাদের হোল্ডিংয়ের বেজমেন্ট ঘেঁষে এনেক্স ভবনের এক তলার ছাদ ঢালাই এবং ২য় তলার ছাদের সাটারিংয়ের  কাজ করছে। সমিতির মূল ভবনের উত্তর পাশে আধা পাকা ইমারতের ইটের গাঁথুনির কয়েকটি দোকানের নির্মাণ কাজও প্রায় শেষের দিকে। গত ২৯ সেপ্টেম্বর আইনজীবী সমিতিকে নির্মাণ কাজ বন্ধ করে ৭ দিনের মধ্যে এনেক্স ভবনের উত্তর পাশের নির্মাণাধীন দোকানের অনুমোদিত নকশা দাখিলের জন্য রাজউক একটি নোটিস দেয়। কিন্তু রাজউকের এই নির্দেশনা না মেনে তারা ভবন নির্মাণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্তরা।

সর্বশেষ খবর