শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রংপুরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলগালা

পরিচালকসহ তিনজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চিকিৎসার নামে মাদকাসক্তদের নির্যাতন এবং অনুমোদন না থাকায় রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ‘নতুন জীবন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’-এ অভিযান চালান। এ সময় চিকিৎসাধীন ২৪ মাদকাসক্ত রোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান, এক বছর আগে প্রতিষ্ঠিত নতুন জীবন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটির কোনো অনুমোদন নেই। চিকিৎসক নেই। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা চিকিৎসা নিতে আসা মাদকাসক্তদের কাছ থেকে টাকা নিলেও সেবা দেন না। উল্টো তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় তাত্ক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর আনোয়ার লিমনকে তিন মাস এবং তার সহযোগী মিজানুর রহমান রিপন ও সাইদুর রহমান মিন্টুকে এক মাস করে কারাদণ্ড দিয়ে রাতেই তাদের কারাগারে পাঠানো হয়। এ ছাড়া ২৪ মাদকাসক্ত রোগীকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন এক মাদকাসক্তের বাবা স্কুলশিক্ষক আবু তালেব অভিযোগ করেন, ১০ সেপ্টেম্বর তার ছেলেকে ভর্তি করা হয়। চিকিৎসাসেবা, খাবার খরচসহ এক মাসের জন্য ১৫ হাজার টাকা জমা দেওয়া হয়। ১০ দিন পর ছেলেকে দেখতে এসে জানতে পারেন তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়নি। কোনো চিকিৎসক তাকে দেখেননি। উল্টো মধ্যরাতে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়। এমন অভিযোগ করেন চিকিৎসাধীন মাদকাসক্ত আজম, তাহের, ইউসুফসহ সবাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর