সুইজারল্যান্ডের জেনেভায় চার দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৫তম অ্যাসেম্বলি গতকাল সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। বিশ্বের ১৩৮টি দেশের পার্লামেন্ট থেকে ৬৭ জন স্পিকার, ৪১ জন ডেপুটি স্পিকার, ৭ শতাধিক এমপি অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন। বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজসহ ১৪ সদস্যের এ প্রতিনিধি দল ইতিমধ্যে ঢাকা ছাড়েন। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সম্মেলন চলবে।
প্রতিবছর আইপিইউর দুটি অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। চলতি বছরের শেষ অধিবেশন এটি। এবারে অ্যাসেম্বলির প্রতিপাদ্য বিষয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলার প্রাথমিক প্রতিক্রিয়াকারী হিসেবে সংসদে ভূমিকা -(Human Rights abuses as precursors of conflict : Parliaments as early responders)। বিশ্বের মানবাধিকার লঙ্ঘন ও মানবাধিকার পরিস্থিতি মোকাবিলায় সংসদগুলো যাতে কার্যকরভাবে সাড়া দিতে পারে সম্মেলনে তারই উপায় খোঁজা হবে।
আইপিইউ বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭০ এবং সহযোগী সংস্থা ১১টি। স্বাধীনতার পর ১৯৭২ বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অইপিইউর বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, হুইপ মো. আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, ডা. মো. হাবিবে মিল্লাত, রেজওয়ান আহম্মদ তৌফিক, বেগম নাসিমা ফেরদৌসী, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, এম এ আউয়াল এমপি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
                         
                                     
                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        