সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চিকিৎসক ইকবালকে উদ্ধারের পদক্ষেপ জানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে গত ১৫ অক্টোবর ‘অপহৃত’ চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ গ্রহণ করেছে তা ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ওই চিকিৎসককে উদ্ধারে  নিষ্ক্রিয়তা কেন কর্তব্যে অবহেলা হিসেবে গণ্য করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ওই চিকিৎসকের বাবার করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি এম. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ১০ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

জানা গেছে, গত ১৫ অক্টোবর মধ্যরাতে সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে ডা. ইকবাল মাহমুদকে সাত-আটজন লোক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ধানমন্ডি থানায় এ বিষয়ে একটি জিডিও করা হয়। কিন্তু ওই চিকিৎসকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলের সন্ধান পেতে ১৫ নভেম্বর হাইকোর্টে রিট করেন এ কে এম নুরুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর