রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঢামেকে জরুরি বিভাগ বন্ধ করে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর স্বজনরা ভাঙচুর চালিয়েছেন— এমন অভিযোগে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের দরজা বন্ধ করে দিয়ে গত রাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। ফলে রোগীরা ওই সময় চিকিৎসা নিতে হাসপাতালে ঢুকতে পারেননি। জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইন্টার্নদের অভিযোগ, রোগীর স্বজনের হামলায় একটি দরজার কাচ ভেঙে তাদের এক সহকর্মীর হাত কেটে যায়। এরপরই পৌনে ১০টার দিকে হাসপাতালের অন্য ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিয়ে ভিতরে অবস্থান নেন। এ সময় বাইরের কোনো রোগী জরুরি বিভাগে ঢুকতে পারেননি। রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পর চিকিৎসকরা জরুরি বিভাগের গেট খুলে দেন। তারপর রোগীরা জরুরি বিভাগে প্রবেশ করতে পারেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০৫ নম্বর শিশু ওয়ার্ডে এক শিশু রোগীর স্বজনরা ভিড় করছিলেন। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা তাদের বের করে দিয়ে দরজা লাগিয়ে দেন। তখন রোগীর স্বজনরা লাথি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে দরজার কাচ ভেঙে এক নারী ইন্টার্ন চিকিৎসকের হাতে লেগে কেটে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর