সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গণতন্ত্র সংহত ও উগ্রবাদের বিরুদ্ধে সফল না হলে ভবিষ্যৎ অন্ধকার

——— বদিউল আলম মজুমদার

পিরোজপুর প্রতিনিধি

সুজনের (সুশাসনের জন্য নাগরিক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন এবং উগ্রবাদের বিরুদ্ধে সফলভাবে দাঁড়াতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। তিনি গতকাল সকালে সুজন পিরোজপুর জেলা শাখার আয়োজনে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও নাগরিক ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন, আমরা একটি কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছি। আমরা যদি আমাদের কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন না আনি, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর না করি— তাহলে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। কারণ আমরা যদি আমাদের চারপাশে তাকাই তবে দেখতে পাব— যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে মৌলবাদ ও ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হয়।

স্থানীয় গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান নাসিম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক দিলিপ কুমার সরকার, খুলনা আঞ্চলিক কমিটির সমন্বয়ক মাসুমুর রহমান রঞ্জু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর