মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ডিএসসিসির অভিযানে জব্দ ৭ গাড়ি

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্সবিহীন বাস চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের দ্বিতীয় দিনে ১২ জন গাড়ি চালককে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৭টি গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাস্তায় চলাচলকারী ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

নগরীর ভিক্টোরিয়া পার্ক, নিউমার্কেট এবং মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত দিকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ জন চালককে ১৫-২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৭টি বাস ডাম্পিং করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ৬১টি মামলা দায়ের হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে মোট ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা, বিআরটিএ ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার ও ডিএসসিসি ম্যাজিস্ট্রেট মামুন সরদার এ অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ খবর