শিরোনাম
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনো হামলার আশঙ্কা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে যারা এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা তো বসে নেই।

তিনি বলেন, এ দিবসটি বাংলাদেশের মানুষ যাতে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারে সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এটা কোনো হুমকির জন্য নয়, নিয়মিত কর্মকাণ্ডই আমরা করে যাচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক কাজ করে যাচ্ছে। তিনি গতকাল বিকালে গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ি এলাকায় গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের হজরত আবুবকর (রা.) হাউস, হজরত ওসমান (রা.) হাউস ও একাডেমিক ভবন উদ্বোধন এবং ‘মানসম্মত শিক্ষাব্যবস্থায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মু. আবুল হাশেম, কলেজের অধ্যক্ষ রাশিদা আফরোজা প্রমুখ।

সর্বশেষ খবর