আগামীকাল ১৪ অক্টোবর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ৫ দিনব্যাপী ১৩৭তম সম্মেলন। বাংলাদেশের রোহিঙ্গা সংকটকে ইমারজেন্সি ইস্যু হিসেবে এজেন্ডাভুক্ত করা হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করবেন আইপিইউ প্রেসিডেন্ট ও বাংলাদেশের এমপি সাবের হোসেন চৌধুরী। সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ প্রতিনিধি দল। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে। আইপিইউর ১৩৬তম সম্মেলন এ বছর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪-১৮ অক্টোবর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বিষয়টি বাংলাদেশ প্রতিনিধি দল জোরালোভাবে তুলে ধরবে।
এ সমস্যা মোকাবিলায় মিয়ানমারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্বজনমত সৃষ্টি করতে আইপিইউভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে। এবারের অ্যাসেম্বলিতে মিয়ানমারে মানবিক সংকট এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিরসনের প্রচেষ্টা বৃদ্ধি করার বিষয়টি ইমারজেন্সি আইটেম হিসেবে এজেন্ডাভুক্ত রয়েছে।
এ ছাড়া বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জাসদের মাইন উদ্দীন খান বাদল, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির মো. মামুনুর রশিদ, সরকারি দলের আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, নূর-ই-আলম চৌধুরী, ডা. মো. হাবিব-এ মিল্লাত, পঙ্কজ নাথ, ওয়াসিকা আয়শা খান, সাবিনা আক্তার তুহিন। এ ছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সম্মেলনে সাচিবিক সহায়তা দিতে সংসদ সচিবালয়ের ৬ কর্মকর্তা প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        