বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চীনের গুয়াংজুতে ইউএস বাংলার ফ্লাইট শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

ইউএস-বাংলা এয়ারলাইনস আজ চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা শুরু করবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালিত হবে। এ রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৩০ হাজার ৪০৮ ও রিটার্ন ভাড়া ৩৯ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনি, মঙ্গল, বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাবে এবং গুয়াংজুর স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে পৌঁছাবে। এ ছাড়া গুয়াংজু থেকে রবি, বুধ ও শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল সাড়ে ৭টায় ঢাকা পৌঁছাবে। ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে আটটি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসনব্যবস্থা রয়েছে।

সর্বশেষ খবর