সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবুল মনসুর আহমদের ১২০তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

আবুল মনসুর আহমদের ১২০তম জন্মদিন আজ

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের আজ ১২০তম জন্মদিন। তিনি ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক ‘ইত্তেহাদ’-এর সম্পাদক ছিলেন এবং তৎকালীন ‘কৃষক’ ও ‘নবযুগ’ পত্রিকায়ও কাজ করেছেন। তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক। অত্যন্ত সফল রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন। ১৯৫৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার রচনা সম্ভারের মধ্যে রয়েছে বিখ্যাত বিদ্রূপাত্মক রচনা ‘আয়না, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’, ও ‘ফুড কনফারেন্স’। তার আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর।’ আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় বাংলা একাডেমি আবদুল করিম সাহিত্যবিশারদ অডিটরিয়ামে আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর