তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজনসকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা রিটের শুনানি নিয়ে গতকাল বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে সারা হোসেন সাংবাদিকদের বলেন, শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দিতে ২৭ আগস্ট আমরা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছিলাম। আদালত তখন ডিভিশনের আদেশ দিলেও এতদিনেও তা প্রতিপালন করা হয়নি। এ কারণে আমরা হাই কোর্টে আবেদন করি। আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দিতে নির্দেশ দিয়েছে। তত্ক্ষণাৎ তাকে এ ডিভিশন সুবিধা দিতে বলা হয়েছে। তিনি বলেন, আমাদের কারাবিধি অনুযায়ী বিচারাধীন কারাবন্দীদের প্রথম শ্রেণি বা দ্বিতীয় শ্রেণিতে রাখা হয়। সামাজিক বা শিক্ষাগত যোগ্যতার কারণে তাকে প্রথম শ্রেণির বন্দী হিসেবে গণ্য করা যায়। এদিকে শহিদুলের জামিন শুনানিতে হাই কোর্ট বিব্রতবোধ করার ঘটনায় অন্য বেঞ্চে আবেদনটি শুনানির জন্য আবেদন করা হয়েছে। গতকাল প্রধান বিচারপতির কাছে এ আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শহিদুলের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে ৪ সেপ্টেম্বর হাই কোর্ট শহিদুলের জামিনের শুনানিতে বিব্রতবোধ করে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয় নিম্ন আদালত।
শিরোনাম
- পর্তুগালে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
শহিদুল আলমকে ডিভিশন দেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর