মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইন্টারনেটভিত্তিক জুয়ার ওয়েবসাইট বন্ধে হাই কোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটভিত্তিক জুয়ার সব ধরনের ওয়েবসাইট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইন সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম।

 এর আগে ২১ জানুয়ারি  পিরোজপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করল হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর