শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নুসরাতের ঘটনার পেছনে কারা বের করতে হবে

--------------- বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, সুবর্ণচরে ধর্ষণের ঘটনা ও ফেনীর নুসরাতের গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনার পেছনে কারা আছে তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ২০০১ সালে পূর্ণিমাকে ধর্ষণ করা হয়। আমরা শুধু তার নামই জানি। কিন্তু বিএনপি-জামায়াতের আমলে পূর্ণিমা ছাড়াও আরও শত শত মেয়ে ধর্ষিত এবং হিন্দুদের খুন করা হয়েছিল। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সালফ) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে সিনিয়র আইনজীবী আব্দুর নুর দুলাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন, অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামান, মো. আলি জিন্নাহ, বশির উদ্দিন, মোহাম্মদ জগলুল কবির, সেলিম জাবেদ, মোহাম্মদ এনামুল হক এনাম, শাহ আলম ইকবাল, মোর্শেদা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর