রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

নুসরাতের উদাহরণ সমাজকে জাগ্রত করবে : মেনন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, অধ্যক্ষের যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে মারার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রী নুসরাত একক প্রতিবাদের যে উদাহরণ রেখে গেছেন তা রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে জাগ্রত করবে।  গতকাল বিকালে রাজধানীর তোপখানা রোডে পার্টির কার্যালয়ে বিভিন্ন গণসংগঠনের এক যৌথসভায় তিনি একথা বলেন।

 তিনি বলেন, কেবল নারী অধিকারের বিষয়েই নয়, ইউটিউবে প্রচারিত বিভিন্ন ওয়াজ মাহফিলে বাংলাদেশের জাতীয় সংগীত, বৈশাখের নববর্ষ অনুষ্ঠানের মতো বিষয়ে কেবল বিষোদ্গার করাই হচ্ছে না, এ বিষয়ে সরকারকে চ্যালেঞ্জও করা হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ ধরনের রাষ্ট্র ও সরকারবিরোধী কাজের ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। মেনন বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিকতা সম্পর্কে যারা উচ্চকণ্ঠ তাদের ধারণাও যে ভুল, নুসরাতের ওপর ধারাবাহিক যৌন নিপীড়ন ও শেষে তার প্রতিবাদ-প্রতিরোধকে গুঁড়িয়ে দিতে আগুনে পুড়িয়ে হত্যা তারই প্রমাণ দেয়। পার্টির মহানগর কমিটির সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে গণসংগঠনগুলোর যৌথসভায় নুসরাতকে যৌন নিপীড়ন ও আগুনে পুড়িয়ে হত্যার বিরুদ্ধে ১৬ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে পয়লা বৈশাখ নববর্ষ বরণকেও উৎসব-আনন্দের পাশাপাশি প্রতিবাদ-প্রতিরোধের অনুষ্ঠানে পরিণত করার আহ্বান জানানো হয়। সভার শুরুতে নুসরাত জাহানের আত্মদানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। যৌথসভায় নারী মুক্তি সংসদ, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাতীয় কৃষক সমিতি, খেতমজুর ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর