বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার সাজা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির এক মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ফরিদপুর শাখার সাবেক ম্যানেজার এস এফ শাহ ফরহাদ হোসেনসহ তিনজনকে পাঁচ বছর করে কারাদ- দেওয়া হয়েছে। গতকাল ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- মেসার্স হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রবিউল হক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফরিদপুর শাখার সাবেক সিনিয়র অফিসার মো. মুরাদ মোর্শেদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে ঋণসীমা অতিক্রম করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফরিদপুর শাখা থেকে ৩৭ লাখ ৬২ হাজার ৩৩৩ টাকা আত্মসাৎ করেন হক এন্টারপ্রাইজের মো. রবিউল হক। এ ক্ষেত্রে ওই শাখার তৎকালীন কর্মকর্তা এস এফ ফরহাদ হোসেন ও মো. মুরাদ মোর্শেদ তাকে সহযোগিতা করেন। ২০১১ সালের ১১ নভেম্বর মামলা করা হয়। মামলাটি তদন্ত করেন দুদকের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক। ২০১২ সালের ১৬ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করা হয়। দুদকের কৌঁসুলি এস এম কায়সার রহমান আদালতে মামলাটি পরিচালনা করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর