মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গার মৃতদেহ, ২০ হাজার ইয়াবা ও ধারালো কিরিচসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২১) ও ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরের নবী হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫)।

এদিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জ শুঁটকি পল্লী এলাকায় গুলিবিদ্ধ ১৪ মামলার আসামি ওয়াসিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত ওয়াসিমের (৩৫) বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, কয়েকটি মামলার আসামি ওয়াসিমকে গ্রেফতার করতে গেলে গুলি ছোড়ে ওয়াসিম। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় ওয়াসিম।

সর্বশেষ খবর