রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

ইয়াবার আসামি বন্দুকযুদ্ধে নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে গ্রেফতারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বহু মামলার আসামি তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোহাম্মদ ইব্রাহিম (৩২) নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহিম শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার নুরুল আমিন প্রকাশ বল্লার ছেলে। পুলিশ দাবি করেছে, বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১১ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস জানান, ইব্রাহিম একজন চিহ্নিত ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর ইয়াবার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিল, ইয়াবার একটি বড় চালান সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ফিশিং বোট ঘাটের উত্তর পাশে ঝাউ বাগান সংলগ্ন বেড়িবাঁধের পশ্চিম পাশে বালুর চরে রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইব্রাহিমকে নিয়ে সেখানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তখন পুলিশও গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধের সময় ইব্রাহিম (৩২) গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর