সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে কালো টাকার বিনিয়োগ চায় ডিএসই

নিজস্ব প্রতিবেদক

অপ্রদর্শিত আয় ফ্ল্যাট, জমি কেনা এবং ইকোনমিক জোনে বিনিয়োগের মতো শেয়ারবাজারে একই সুযোগ চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিইসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই। গতকাল রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠান দুটি পৃথক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। ডিএসই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ডিএসইর চেয়ারম্যান প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্বে পরিচালক রকিবুর রহমান, শরীফ আতিউর রহমান ও মনোয়ারা হাকিম আলী ও কে এ এম মাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএএম মাজেদুর রহমান বলেন, ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য যেসব প্রস্তাব রাখা হয়েছে এতে বাজারে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে। এসব প্রস্তাবের মাধ্যমে বেসরকারি খাত আরও শক্তিশালী ও বিকশিত হয়ে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আরও আকৃষ্ট করবে। ডিএসইর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক রকিবুর রহমান বলেন, ‘নির্দিষ্ট কর প্রদান সাপেক্ষে ফ্ল্যাট, জমি কেনা ও ইকোনমিক জোনে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। আমরা পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বন্ডেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চাই। এতে পুঁজিবাজার উপকৃত হবে এবং বিনিয়োগ বাড়বে।’

এদিকে ঢাকায় সিএসইর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম ফারুক বলেন, ‘তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিদ্যমান কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা, নতুন তালিকাভুক্ত কোম্পানির আয় তিন বছর করমুক্ত রাখা, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ১ লাখ টাকায় উন্নীত করার দাবি জানাই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর