বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

উত্তরায় চক্রাকার বাস সার্ভিসের মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে

-মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক

উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, উত্তরায় চক্রাকার বাস সার্ভিসের মানোন্নয়নকল্পে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসি বাসসহ অন্যান্য যানবাহন চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাতটি এভিনিউতে রিকশা-লেগুনা বন্ধ করা হবে। গতকাল উত্তরার বাংলাদেশ ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। সভায় সাহারা খাতুন এমপি, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাইসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সোসাইটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, আগামী এক মাসের মধ্যে নাগরিকরা ডিএনসিসির সেবা সংক্রান্ত যে কোনো তথ্য, অভিযোগ ইত্যাদি ৩৩৩ নম্বরের মাধ্যমে জানাতে পারবেন। ‘নগর’ অ্যাপও অল্প সময়ের মধ্যে চালু করা হবে। বনানীতে ঊর্ধমুখী গাড়ি পার্কিংয়ের কাজ চলতি বছরের মধ্যে শুরু হবে। জায়গা পাওয়া গেলে উত্তরাতেও এ ধরনের পার্কিং ব্যবস্থা চালু করা হবে। নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৪ হাজার ২শ কোটি টাকা একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।

সর্বশেষ খবর