শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের চোখ ব্রাজিল রাশিয়ায় : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানালেন, রপ্তানি বাড়াতে বাংলাদেশ এখন রাশিয়া, ব্রাজিলের মতো বড় দেশগুলোর দিকে চোখ রাখছে। এক থেকে দেড় বছরের মধ্যেই আমরা রাশিয়া, ব্রাজিলের মতো দেশগুলোতে রপ্তানি সম্প্রসারণ করব। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  তিন দিনব্যাপী ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট  অব অ্যাপারেল ইন্ডাস্ট্রি : প্রসপেক্ট অ্যান্ড অবসটেকলস’ শীর্ষক আলোচনা সভা ও মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ^বাণিজ্যে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে। বাংলাদেশের  তৈরি পোশাক শিল্প রাতারাতি বর্তমান অবস্থায় আসেনি। খুবই স্বল্প পরিসরে তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করেছিল। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। এখনো আমরা উপযুক্ত মূল্য আদায় করতে পারছি না। এজন্য আমাদের দর কষাকষির সক্ষমতা বাড়াতে হবে এবং উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করতে হবে।

মন্ত্রী বলেন, দেশে এখন অনেক অত্যাধুনিক তৈরি  পোশাক শিল্প। গ্রিন ফ্যাক্টরির সংখ্যা দিন দিন বাড়ছে। অথচ অনেক দেশে আমরা এখনো এ পণ্য রপ্তানি করতে পারি না। আমাদের পণ্য অন্য দেশ রপ্তানি করে লাভবান হচ্ছে। মধ্যস্থতাকারীরা লাভবান হচ্ছে। সে সব বাজারে আমাদের প্রবেশ করতে হবে। প্রচেষ্টা চলছে, আশা করি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমরা ব্রাজিল-রাশিয়ার মতো বড় রপ্তানি বাজারগুলোতে প্রবেশ করতে পারব।

সর্বশেষ খবর