শিরোনাম
মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নুসরাত হত্যায় তিন পুলিশসহ সাক্ষ্য পাঁচজনের

ফেনী প্রতিনিধি

নুসরাত হত্যায় তিন পুলিশসহ সাক্ষ্য পাঁচজনের

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার তিন পুলিশসহ পাঁচ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে এ সাক্ষ্য গ্রহণ হয়। যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন পুলিশ কনস্টেবল মো. রাসেল হোসেন, বিএইচ এম (পিএসআই) জহির রায়হান, এএসআই মো. আরিফুর রহমান, নুসরাতের চাচা আজহারুল ইসলাম এমরান, নুসরাতের জেঠাতো ভাই ওমর ফারুক। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। আদালত আজ পর্যন্ত মূলতবী করা হয়েছে। আজ ৪ সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করবেন। সাক্ষীরা হলেন মো. ফজলুল করিম, মোসাম্মৎ রাবেয়া আক্তার, মোয়াজ্জেম হোসেন, মো. জাফর ইকবাল। এ পর্যন্ত এ মামলায় ৩৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে বেলা ১১টায় তাদের ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করে।

সর্বশেষ খবর